• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

যোগাযোগ

কেরানীগঞ্জে সড়কের ম্যানহোলের ঢাকনা না থাকায়, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ আগস্ট ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ প্রতিনিধি: 
ঢাকার কেরানীগঞ্জে বামনশুর থেকে দেওয়ান বাড়ি হয়ে নরন্দি সড়কটি আরসিসি ঢালাই এর মাধ্যমে মজবুত রাস্তা তৈরী করা হলেও ম্যানহোলের (সুয়ারেজের ড্রেন) ঢাকনা না থাকায় এ সড়কটিতে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা । এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার ভারি ও মাঝারি ধরনের গাড়ি চলাচল করায় এ স্যুয়ারেজ লাইনের ম্যান হোলের ক্ষতিগ্রস্থ হচ্ছে ।
বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিরা জানালে তারা ব্যবস্থাও গ্রহন করেন আবার যেই সেই। এ সড়কে কোন ভাবে ম্যানহোল ঢাকনা রক্ষা করা যাচ্ছে না। তারা মনে করেন, ঢাকার প্রধান মহা সড়কগুলোতে প্রতিবন্ধকতা জ্যাম সভাসমাবেশ হলে, ভারি পরিবহন ট্রাক, লরি, ডিস্ট্রিক্ট ট্রাক ছোট বড় সব ধরনের গাড়ি চলাচল কে দুষছেন এলাকাবাসী। তাদের দাবী সড়ক দায়িত্ব থাকা পুলিশ বা প্রশাানক সচেতন হলে ভারী পরিবহন চলাচলে নিষিদ্ধাজ্ঞা দিলে এ সড়কের ম্যান হোলের ঢাকনা রক্ষা করা সম্বাব।
সরেজমিনে দেখা যায়, বামনশুর থেকে দেওয়ান বাড়ির দিকে আসাতে রাস্তায় মাত্র ২০০ মিটার আরসিসি ঢালাইয়ে ১২টি ম্যানহোল আছে। এরমধ্যে চুরি হয়ে গেছে ৪ টি ও ভেঙে গেছে ৪ টি মোট আটটির ম্যানহোলের ঢাকনা নেই।যার ফলে প্রায় প্রতিদিনই এ সড়কে ঘটছে দুর্ঘটনা।
পথাচারী মুরাদ উদ্দীন জানান, গত ২ বছর আগে এ রাস্তার আরসিসি ঢালাই কাজ শেষ হয়েছে। রাস্তাটি চালু হওয়ার পরপরই ম্যানহোলের ঢাকনাগুলো চুড়ি ও ভারি গাড়ি চলাচলে ভেঙ্গে যায় বলে তার দাবী। প্রায়ই অটোরিক্সার চাকা ম্যানহোলের গর্তে পড়ে মানুষ আহত হচ্ছে।
আটিবাজার পাচদোনা এলাকার বাসিন্দা খোকন মিয়া জানান, কয়েকদিন আগে আমার বড় ভাই সিরাজ মিয়াকে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার সময় রিক্সার চাকা ম্যানহোলের গর্তে পড়ে ড্রাইভারসহ ৩ জনই আহত হয়েছি।
এ বিষয়ে শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাস্তা উদ্বোধনের পরপরই ম্যানহোলের ঢাকনাগুলোর ভেঙ্গে যায়। একাধিকবার ঠিক করা হলেও আবার ঢাকনা ভেঙ্গে যায়। তার ধারনা ভারী পরিবহন চলাচল এর মুল কারন। তার দাবী চুরি হলে বার বার চুরি হতে পারে না। কয়েক মাস ঢাকার আশপাশে বিভিন্ন সভা সমাবেশ হওয়ায় এ সড়কে দিয়ে হাজার হাজার বড় ছোট মাঝারি পরিবহন চলাচলে ঢাকনা ভেঙ্গে যেতে পারে। তিনি বলেন ভারি গাড়ি চলাচল এর ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী একাধিক বার জানালেও কোন সুফল পাইনি। এ ভারী পরিবহন গাড়ি চলাচল বন্ধ না হলে কোনভাবেই ম্যানহোলের ঢাকনা রক্ষা করা সম্ভব নয় বলে তার দাবী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads